আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সাদিপুর ইউপিতে আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৪ ০০:৩৪:১০

রনিক পাল, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জামা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন আহমদ, বিএনপি মনোনিত প্রার্থী আব্দুর রব আল মামুন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

বুধবার দুপুরের দিকে তারা উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে স্ব স্ব দলীয় নেতৃবৃন্দ ও অনুসারীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী কবির উদ্দিন আহমদের সাথে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আওয়ামীলীগ নেতা হারুন মিয়া, আব্দুর রব গেদা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, যুব ক্রিড়া সম্পাদক মুকিত মিয়া, আওয়ামীলীগ নেতা, রজব আলী, ইসমাইল আলী সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের দলীয় শতাধিক নেতাকর্মী।

বিএনপির প্রার্থীর সাথে এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোতাহির আলী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান তাজ মোঃ ফখর উদ্দিন, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী।উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া, বিএনপি নেতা জুয়েল আহমদ মানিক উল্যা, মাজহারুল ইসলাম মানিক,শফিক উদ্দিন,শেখ শফিক উদ্দিন, নিজাম উদ্দিন,ইমরুল চৌধুরী, আছাব উদ্দিন কালা,যুবদল নেতা সৈয়দ শামীম মুনিম, সৈয়দ হুমায়েল আলী,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদ আহমদ, আয়াছ উদ্দিন, সাব্বির আহমদ, জিতু মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শাহজাহান আলী, অপু আহমদ, ছাত্রনেতা আরিফ উদ্দিন অলী প্রমুখ।

প্রসঙ্গত,সাদিপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিলো ২৩ সেপ্টেম্বর বুধবার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর।

ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব চলতি বছরের ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন গত ১৪ সেপ্টেম্বর এ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর ২০২০/আরপি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন