Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা পরিদর্শন করলেন সংসদীয় কমিটির প্রতিনিধি দল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৪ ০১:১০:২৫

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশের অন্যতম সিলেটের ফেঞ্চুগঞ্জ  শাহজালাল সার কারখানা ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছে সংসদীয় কমিটির প্রতিনিধি দল। পরিদর্শনকালে কারখানায় বিদ্যমান সমস্যাসমূহ, চাহিদা মাফিক স্টিম উৎপাদনের সীমাবদ্ধতা, কারখানার স্পেয়ার পার্টস এর স্বল্পতা, অপারেশনাল সমস্যা, কারিগরী দক্ষতা, অভিজ্ঞতাসম্পন্ন জনবলের স্বল্পতা এবং সমস্যাগুলো থেকে উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল সার কারখানা পরিদর্শন করেন। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ-সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির করফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ক্রমবর্ধমান ইউরিয়া সারের চাহিদা মেটানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সুলভ মূল্যে কৃষকদের নিকট মানসম্মত ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড এর প্রকল্প ব্যয়ের বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, শাহজালাল সারকারখানায় যেসব ম্যাকানিকাল সমস্যা আছে সেগুলো দ্রুত সমাধান করা হবে। কারখানার উৎপাদন ব্যবস্থা যাতে দীর্ঘস্থায়ী হয়, যাতে এলাকার মান উন্নয়ন হয়, সেদিকে সবাইকে নজর রেখে একসাথে কাজ করার আহবান জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব) সেলিম উদ্দিন, বিসিআইসির পরিচালক (বানিজ্যিক) যুগ্ম সচিব আমিন উল আহসান, বিসিআইসির পরিচালক (পরি. ও বাস্তবায়ন) মো. লুৎফুর রহমান, সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, শাহজালাল সার কারখানার ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান, সারকারখানা সিবিএর সভাপতি আব্দুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমেদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, স্থানীয় গণমাধ্যম কর্মী ও সার কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। 
সিলেটভিউ২৪ডটকম/ ২৪ সেপ্টেম্বর ২০২০/ ফরিদ/ কেআরএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.