আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার দাবি ঐক্য পরিষদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৫ ১৮:৩৬:৩৭

সিলেট :: সিলেটে ১২ বছরের শিশু ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দ্রুত দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার আওতাধীন ঘটনাস্থল পরিদর্শনকালে সংগঠন দুটির নেতৃবৃন্দ এই দাবি জানান।

পরিদর্শনকালে সংগঠন দুটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৬ সেপ্টেম্বর রাতে শিশু ধর্ষণের ঘটনা ঘটলেও মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের কোন ধরনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। এতে করে জনমনে নানা প্রশ্নের উদ্বেগ হচ্ছে। এসময় নেতৃবৃন্দ এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারের জোর দাবী জানান এবং ঘৃণ্য এই ঘটনায় জড়িতদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করার দাবি জানান। অনথ্যায় আগামী ৩ অক্টোবর শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা প্রদান করা হয়।

পরিদর্শনকালে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দেব, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দেব, মহানগর শাখার যুগ্ম সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি অখিল বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস, জেলা সদস্য জ্যোতিষ দত্ত, জালালাবাদ থানা ঐক্য পরিষদের সভাপতি ডা. জীবন কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক বাবুল দেব, জালালাবাদ ইউপি ঐক্য পরিষদের সভাপতি অধীর চন্দ্র দেব, সাধারণ সম্পাদক নিখিল বিশ্বাস, হাটখোলা ইউপি সভাপতি ঝন্টু শর্মা চৌধুরী, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ধর, জালালাবাদ ইউপির সাবেক সদস্য লনি কান্ত বিশ্বাস, পূজা পরিষদ নেতা লিটন দেব, নারদ বিশ্বাস প্রমুখ।  

এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক আমিনুল হক, জালালাবাদ ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মুহিত আলম শফিক, ৩নং ওয়ার্ড সদস্য মানিক মিয়া।


সিলেটভিউ২৪ডটকম/২৫ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন