আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ব্রডকাস্ট এডিটর নন্দলালের পিতা কুলচন্দ্র সিংহ আর নেই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৫ ১৯:২৭:১১

সিলেট :: বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের (বামসাস) কার্যকরী কমিটির সদস্য ও সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লি. (এসসিএস)-এর ব্রডকাস্ট এডিটর নন্দলাল সিংহের পিতা য়াইখোম কুলচন্দ্র সিংহ (৮৭) আর নেই।

শুক্রবার সকাল হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার আবাদগাঁওস্থ নিজ বাড়ীতে তিনি পরলোকগমন করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুলচন্দ্র সিংহ মণিপুরী সমাজে একজন শ্রদ্ধাভাজন পুঁথিপাঠক হিসেবে সকলের কাছে পরিচিত আদৃত ছিলেন।

তাঁর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন- বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, ঈনাৎ পাব্লিকেশনের সম্পাদক শেরাম নিরঞ্জন, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল শ্যামল, মণিপুরী কালচারাল কমপ্লেক্স, বাংলাদেশের সদস্য সচিব রবিকিরণ সিংহ রাজেশ, পেট্রিওটিক রাইর্টাস ফোরাম, মণিপুরের প্রতিষ্ঠাতা সম্পাদক ওসি মৈরা, সাধারণ সম্পাদক রাকেশ নাওরেম, সাথৌলুপ মনিপুরের সভাপতি ময়েংলমবম উত্তমকুমার, তোংব্রম অমরজিৎ, নিঙোমবম রবীচন্দ্র, বিশগাঁও মণিপুরী ক্লাবের সভাপতি এন অতুল, সাধারণ সম্পাদক সোরাইজম উৎপল, মণিপুরী ইয়ূথ হালচারাল অর্গানইজেশন (মাইকো) সিলেটের সভাপতি পুরিদাস সিংহ, সাধারণ সম্পাদক কন্থৌজম রাজীব, চিত্রশিল্পী এন যোগেশ্বর অপু, কবি খোইরাম কামিনী কুমার সিংহ।


সিলেটভিউ২৪ডটকম/২৫ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন