আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৬ ০১:২৩:০৩

নিজস্ব প্রতিবেদক:: রংপুর,রাজশাহী ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়ে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বৃষ্টি আর বন্যা একসাথে হওয়ায় কুড়িগ্রাম ও নাটোরসহ উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে।

তবে এই বন্যা বেশি দিন স্থায়ী হবে না বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে। আগামী ২-৩ দিনের মধ্যে ধরলা, তিস্তা ও সিলেট অঞ্চলের নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে রংপুর-রাজশাহী ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হবে। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া আকাশ মেঘলা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে হালকা শীত শীত অনুভূত হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ ২৬ সেপ্টেম্বর ২০২০/ কেআরএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন