আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেট সদরে চতুর্থবারের মতো প্লাবিত হলো যেসব এলাকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৬ ১৯:২১:২০

ইদ্রিছ আলী :: সিলেটের সদর উপজেলায় চতুর্থবারের মত বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছ উপজেলার নিম্নাঞ্চল।   বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবণ বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবাড়ি, স্কুল, মসজিদ, রাস্তা ঘাট, আমন ক্ষেত, বীজতলা ও মাছের খামার তলিয়ে গেছে।

জানা গেছে, সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ, ২ নং হাটখোলা, ৩ নং খাদিম নগর, ৭ নং মোগলগাঁও, ৮ নং কান্দিগাঁওসহ কয়েকটি ইউনিয়ন বন্যায় কবলিত হয়ে পড়েছে।

হাঁটখোলার উমাইগাঁও, জালালাবাদের আলী নগর,  মানসিনগর, রায়েরগাও, কান্দিগাঁও  ছামাউরাকান্দি, নীলগাঁও, নলকট, মোগলগাঁও , লামাগাঁও, চৌধুরী গাঁও,খাদিমনগর সাতগাছি, আলীনগর, ছয়দাগ, গনকিটুক, বাউয়ারকান্দি, বাইশটিলা, রঙ্গিটিলা, পীরেরগাও, মধুটিলা, মোকামবাড়ি, বাইলার কান্দি, রইরকান্দি, শিমূল কান্দি, যুগলটিলা।

সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ও উপজেলা  ছাত্রলীগের  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকলাল আহমদ বলেন, করোনা মহামারি এবং লাগাতার বন্যা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া লোকজন পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। এমন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ৫টি ইউনিয়নকে বন্যাকবলিত এলাকায় ঘোষণা করা  হয়েছ। খবরা-খবর রাখা হচ্ছে। গত ৩য় ধাপে বন্যাকবলিত এলাকার ত্রাণসামগ্রীর দেওয়া হয়েছে। বন্যা মোকাবেলায় সকল আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, বন্যাকবলিত এলাকা সার্বক্ষনিক খবরা-খবর রাখা হচ্ছে।    
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম / ২৬ সেপ্টেম্বর, ২০২০ / ইদ্রিস / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন