আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বিশ্ব পর্যটন দিবসে টিডাস’র সেমিনার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ১৭:২৩:৩৩

সিলেট :: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব সিলেট-টিডাস’র উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৭টায় নগরীর দরগাগেইটস্থ একটি হোটেলের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের মধ্যে পর্যটন খাতে সিলেটের অপার সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে সিলেটের পর্যটনকে বিশ^মানে নিয়ে যাওয়া সম্ভব। এতে সিলেট বিভাগের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। সৃষ্টি হবে কর্মসংস্থান, বাড়বে মানুষের আয় রোজগার।

বক্তারা আরও বলেন, সিলেটের পর্যটন বিকাশে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। পর্যটনকেন্দ্রগুলোতে বেড়াতে গিয়ে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে সেজন্য পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া সিলেটের পর্যটনের ডিজিটাল প্রমোশন করা গেলে দেশের অভ্যন্তরিণ পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করা সম্ভব হবে।

টিডাস’র সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক সদস্য ডা. জাকরিয়া হোসেইনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিডাস’র সহ সভাপতি মোহাম্মদ ফকরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি খন্দকার সিপার আহমদ, ইকরামুল কবীর ও ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক শাহ্ দিদার আলম নবেল, শান্ত দেব, সিলেট ক্যাটারার্স গ্রুপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলু প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ সেপ্টেম্বর ২০২০/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন