আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এমসি কলেজে গণধর্ষণ: সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ১৮:০৪:৫২

সিলেট :: এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেধে স্ত্রীকে গণধর্ষণ, চট্রগ্রামের আদিবাসী নারী ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আশ্রয় প্রশ্রয় দাতাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তাবায়ন সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত করা হয়।

মানববন্ধনে সংগঠনের সহসাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ জগলুর পরিচালান ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, লোকমান আহমদ, রুহেল আহমদ, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক স্বপন, ডা. রানা, মাসুম হোসাইন, রায়হান আহমদ, এম. এহসান রুবেল।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- আজমান আহমদ, মোস্তাফিজ সামি, তানভীর আহমদ, মুরাদ আহমদ, মইদুল চৌধুরী, হাফিজ আহমদ মাসুম, নুর মোহাম্মদ, জাবেদ আহমদ, জুনেদ খান, শাহান আহমদ, ময়নুল আহমদ, জাহাঙ্গীর, নাজিম উদ্দিন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন