আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ১৮:৩২:১৪

শাবি প্রতিনিধি :: সম্প্রতি সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানের ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

ধর্ষিত সমাজ আর কত? ধর্ষক তৈরীর সিস্টেম পাল্টাও, অপরাধীর প্রশ্রয় দেয়া বন্ধ করুন, নিরাপদ দেশ চাই, নারী কোন পণ্য নয়, প্রতিবাদ নয় প্রতিকার চাই, নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন, নারীদের নিরাপত্তা কোথায়? ইত্যাদি প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন তারা।

পরবর্তীতে সিলেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তারা।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন। এ সময় ছাত্রলীগকর্মী সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায় আসামিরা। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা।


সিলেটভিউ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর ২০২০/এএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন