আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এমসি ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় লিডিং ইউনিভার্সিটির নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৯ ১৩:৫৮:৪৬

সিলেট :: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধুকে গণধর্ষণের বর্বরোচিত ঘটনার তিব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।

লিডিং ইউনিভার্সিটির পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা যা পুরো সিলেটের মর্যাদাকে কলংকিত ও কলুষিত করেছে।

তিনি ঘটনার সাথে জড়িতদের অভিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একজন নারীর প্রতি এমন চরম অবমাননা ও লাঞ্চনা একটি সভ্য সমাজ ব্যবস্থা কোনভাবেই মেনে নিতে পারে না।

পূণ্যভূমি সিলেটের এই পবিত্র মাটিকে ভবিষ্যতে যাতে এমন পৈশাচিত ও বর্বরোচিত ঘটনা ঘটিয়ে কেউ অপবিত্র করতে না পারে সে জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যৌন হয়রানি প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা শিক্ষার গুরুত্ব আরোপের আহবান জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/২৯ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন