আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৯ ২০:৪৯:৫৮

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ধানের শীষ প্রতীক আশায় মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩ ডজনের অধিক নেতাকর্মী। ধানের শীষ প্রতীক পেতে করোনা পরিস্থিতি ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষজনের মধ্যে নানা ধরণের ত্রাণ সহয়তা প্রদান করে চলেছেন। ধর্মীয় নানা অনুষ্ঠান ঈদ, দূর্গা পূজা ও বিবাহসহ নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নিয়মিত।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রতীক পেতে মাঠে সরব প্রচারণায় রয়েছে এসব নেতাকর্মী।

১নং রুস্তুমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা ও ধানের শীষ প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, সাবেক একাধিক বারের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. হাবিবুর রহমান।

২নং পশ্চিম জাফলং ইউনিয়নে পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মুনিম মুন্সি, বিএনপি নেতা হোসেন আহমদ, মাস্টার ছয়ফুল আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও মেম্বার জালাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মাস্টার মো. আবুল কালাম আজাদ ধানের শীষ চান।
 
৩নং পূর্ব জাফলং ইউনিয়নে দলটির মনোনয়ন চান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ খান।

৪নং লেঙ্গুড়া ইউনিয়নে সিলেট জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বর্তমান চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাত্তার,উপজেলা যুবদল নেতা মো. আব্দুল মান্নান চান ধানের শীষ প্রতীক।

৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে ধানের শীষ প্রতীক চান গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খলিক আহমদ, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ।

৬নং ফতেহপুর ইউনিয়নে মনোনয়ন চান গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শাহজাহান সিদ্দিকী।

৭নং নন্দীরগাঁও ইউনিয়নে বিএনপির মনোনয়ন চান নন্দীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির কার্যকরি কমিটির সাবেক সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত সভাপতি মো. আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমদ, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মামুন রশিদ শাহীন।

৮নং তোয়াকুল ইউনিয়নে সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বর্তমান চেয়ারম্যান খালেদ আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামছউদ্দিন আল-আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি বিএনপি নেতা প্রভাষক মখলিছুর রহমান রনি, বিএনপি নেতা রুহুল আমীন, মোহাম্মদ আলী বিএনপির মনোনয়ন চান।

৯নং ডৌবাড়ী ইউনিয়নে মনোনয়ন চান বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মো. মছব্বির।

১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নে বিএনপির মনোনয়ন চান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম সরোয়ার সোহেল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস কামরুল।

সিলেটভিউ২৪ডটকম/২৯ সেপ্টেম্বর ২০২০/পিবিএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন