আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীতে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৯ ২২:৪২:৪৩

নিজস্ব প্রতিবেদক:: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার কমতে শুরু করেছে। গত কয়েক মাসের মধ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত করা হয়। আজ মাত্র ৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সুত্র সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা আক্রান্তদের মধ্যে চারজন সিলেট জেলা ও দুই জন মৌলভীবাজার জেলার বাসিন্দ। বাকি দুইজন সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। 

এদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ২৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। মঙ্গলবার দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। 

সিলেটভিউ২৪ডটকম/২৯ সেপ্টেম্বর ২০২০/কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন