আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শুভ সকাল, ৩০ সেপ্টেম্বর ২০২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-৩০ ০৯:৪৯:২৮

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।আর এর সাথে আমরা করোনামুক্ত একটি দিন প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে ( আমিন ) ।

আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ। ১৫  আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ।

বাণী চিরন্তন : ফুটন্ত কলির মত শিশু মনোরম তার চেয়ে বেশি কিছু আছে সুন্দর? - আকরাম হোসেন


৩০ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৩তম (অধিবর্ষে ২৭৪তম) দিন। বছর শেষ হতে আরো ৯২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

    ১৬৬৭ - অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।
    ১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
    ১৮৮২ - প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।
    ১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
    ১৯২৮ - পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।
    ১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
    ১৯৩৮ - জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    ১৯৩৯ - পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
    ১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
    ১৯৩৯ - পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।
    ১৯৪৭ - পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।
    ১৯৬৬ - বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদযাপন করে।
    ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গিনি-বিসাউ।
    ১৯৯২ - বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।
    ১৯৯৩ - ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

জন্ম

    ১২০৭ - জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, পারস্যের কবি। (মৃ. ১২৭৩)
    ১৪৪৪ - ডোনাটো ব্রামান্তে, তিনি ছিলেন ইতালির প্রখ্যাত স্থাপত্য শিল্পী।
    ১৭০০ - স্টানিস্লাও কনারস্কি, তিনি ছিলেন পোলিশ সন্ন্যাসী, কবি ও নাট্যকার।
    ১৮২৮ - যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়, ভারতীয় যোগী ও গুরু ।(মৃ.২৬/০৯/১৮৯৫)
    ১৮৬৪ - সুনীতি দেবী, ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী।(মৃ.১০/১১/১৯৩২)
    ১৮৭০ - জঁ-বাতিস্ত পেরাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
    ১৯০৪ - বলাইলাল দাস মহাপাত্র,বাঙালি স্বাধীনতা সংগ্রামী।(মৃ.২৬/০৭/১৯৯৭)
    ১৯০৫
        নেভিল ফ্রান্সিস মট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
        মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯০)
    ১৯২২ - হৃষিকেশ মুখার্জী , হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত ভারতীয় বাঙালী পরিচালক।(মৃ.২৭/০৮/২০০৬)
    ১৯২৮ - এলি ওয়িইয়েসেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।
    ১৯৩১ - জ্যাঁ মারি লেঁ, তিনি ছিলেন নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।
    ১৯৩৩ - অজিতেশ বন্দোপাধ্যায়, তিনি বাঙালি নাট্যকার ও অভিনেতা।(মৃ.১৪/১০/১৯৮৩)
    ১৯৩৯ - জাঁ মারি লেহন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
    ১৯৪৩ - যোহান ডেইসেনহফের, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী।
    ১৯৪৪ - আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।
    ১৯৫১ - ব্যারি মার্শাল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান চিকিত্সক।
    ১৯৬২ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
    ১৯৭২ - শান্তনু মুখার্জী শান, তিনি একজন খ্যাতিমান ভারতীয় গায়ক।
    ১৯৮৫ - টি-পেইন, আমেরিকান রাপার, প্রযোজক ও অভিনেতা।

মৃত্যু

    ১৮৭৫ - প্যারীচরণ সরকার,ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও ঊনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।(জ.২৩/০১/১৮২৩)
    ১৯১৯ - শিবনাথ শাস্ত্রী, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক।(জ.৩১/০১/১৮৪৭)
    ১৯৪৩ - রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।(জ.২৯/০৫/১৮৬৫)
    ১৯৫৩ - আবদুল করিম, তিনি ছিলেন সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক।
    ১৯৫৫ - জেমস ডিন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
    ১৯৮৫ - সিমন সিগ্নরেট, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী।
    ১৯৯০ - প্যাট্রিক হোয়াইট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।
    ১৯৯৮ - রবার্ট লুইস টেলর, তিনি ছিলেন আমেরিকান লেখক।
    ১৯৯৯- শেখ ইশতিয়াক, বাংলাদেশের একজন গুণী সঙ্গীতশিল্পী।
    ২০০৪ - মাইকেল রেলফ, তিনি ছিলেন ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ২০১৩ - রাম্বলিন ‘টমি স্কট’, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গিটার।

সিলেটভিউ২৪ডটকম/৩০ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন