আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

‌'লকডাউনে' যাচ্ছে শাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-০১ ১৬:৫১:৪৯

শাবি প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংক্রমণরোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

উক্ত সময়ের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কোন বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) হতে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত শাবিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। এই সময়ে করোনাভাইরাস শনাক্তের ল্যাব ছাড়া অন্যসব ল্যাব বন্ধ থাকবে। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


সিলেটভিউ২৪ডটকম/০১ অক্টোবর ২০২০/এএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন