Sylhet View 24 PRINT

এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে সভা, শনিবার বিশাল মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-০১ ২০:১৯:৪২

সিলেট :: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের ছাত্রাবাসে ন্যাক্কারজনক গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বুধবার রাতে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ২০, ২১ ও ২৪নং ওয়ার্ড ও টুলটিকর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় আগামী ৩ অক্টোবর শনিবার ধর্ষনকারীদের ফাঁসির দাবীতে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে এলাকাবাসীকে নিয়ে মানববন্ধনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এমসি কলেজে পুলিশ ফাঁড়ি বসানোর উদ্যোগ নেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লী ও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান, মহানগরীর ২০নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুর রহমান মুহিব, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোহাঃ ছমর উদ্দিন মানিক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. এলাইছ মিয়া, মনিপুরি আখড়া কমিটির সহ সভাপতি শ্রী চন্দ্র শেখর বদর, সহ সভাপতি সুরজিৎ সিংহ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আলী ওয়াসিকুজ্জান চৌধুরী অনি, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাজী আবদুল গফ্ফার, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বদরুল হোসেন লিটন, শাপলাবাগ বহুমুখী উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক হাফিজ আবদুস সালাম, সাবেক সাধারন সম্পাদক আলী হায়দার চৌধুরী বাবু, সিটি সেন্টার ব্যবসায়ি সমিতির সভাপতি মুনিম মল্লিক মুন্না, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, সাদিপুর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক দেব দুলাল পাল দেবু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরক দে পাপলু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিহিত গুপ্ত চৌধুরী বাবলা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভী, সহ সভাপতি এনায়েতুল বারী মুরশেদ, শিবগঞ্জ লামাপাড়া মোহিনী সমাজ কল্যান সংস্থার সভাপতি মোহাঃ কয়েস আহমদ, ক্রীড়া সংগঠক মোহা জাফর উল্লাহ, গোলাম কিবরিয়া, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সুবেদুর রহমান মুন্না, সিলেট জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি দেওয়ান মুরাদ হাসান, মহানগরীর ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সুহেল, সাধারন সম্পাদক আমিনুর রহমান পাপলু, শাপলা সংঘের সাবেক সভাপতি কামাল হোসেন খান রিপন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের স্টারস অব ৯৫ ব্যাচের সভাপতি সৈয়দ লোকমানুজ্জামান, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির কোচ ও সাবেক ক্রিকেটার আল ওয়াদুদ সুইট, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম এ হান্নান, রাজপাড়া সুরভী যুবসংঘের সাবেক সভাপতি রোটারিয়ান জাকির হোসেন খাঁ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সহ সভাপতি আজাদুর রহমান চঞ্চল, দুবাই আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ রুমেল, শাপলা সংঘের সভাপতি ও মহানগর যুবলীগ নেতা গোলাম রহমান রাজন, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাভেদ আহমদ, গোলাপবাগ তরুন সংঘের সাবেক সহ সাধারন সম্পাদক ও ফুটবলার জাহেদ আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা কয়সর রশীদ, মহানগর যুবলীগ নেতা ও ভাটাটিকর যুব সংঘের সাবেক সাধারন সম্পাদক আবিদুর রহমান শিপলু, ২০নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক এস আর শাওন, যুবলীগ নেতা টিটু চৌধুরী, জাকির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অনিরুদ্ধ মজুমদার পলাশ, শাপলা সংঘের সাধারন সম্পাদক বখতিয়ার আকরাম অনি, লামাপাড়া মোহিনী সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক আমজাদ হোসেন রনি, উপদেষ্টা ও ব্যাডমিন্টন খেলোয়াড় আফসর আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/ ০১ অক্টোবর ২০২০/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.