Sylhet View 24 PRINT

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ‘নিরাপত্তায়’ সিআরটি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৬ ১৫:৪০:৪৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে বাড়তি নিরাপত্তা আরোপ করা হয়েছে। রায়হান আহমদ হত্যার ঘটনায় ফুঁসে উঠা জনতার হাত থেকে এ ফাঁড়ি রক্ষা ও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসএমপি’র বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)’র একদল সদস্য দায়িত্ব পালন করছেন। বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) জুম্মার নামাজের পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অদূরস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদ থেকে মুসল্লিরা রায়হান হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিশাল মিছিল নিয়ে বের হন। নগরীর অন্যান্য স্থান থেকেও মিছিল সহকারে প্রতিবাদকারীরা বন্দরমুখি হন। এসময় সকল ধরণের অনাকঙ্খিত পরিস্থিতি এড়াতে ও নিয়ন্ত্রণ করতে ফাঁড়ির সামনে এসএমপি’র বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)’র একদল সদস্যকে সারি বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা সিলেটভিউ-কে বলেন, অনাকাঙ্খিত সব ধরণের পরিস্থিতি এড়াতে কিছু সময়ের জন্য সিআরটি\\\'র একটি টিম বন্দরবাজার ফাঁড়ির সামনে দায়িত্ব পালন করছেন। তবে পরিস্থিতি শান্ত হলে তারা চলে যাবেন।

এদিকে, বন্দরবাজার এলাকায় রায়হান হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের মিছিল ও সভা চলাকালে পুলিশ ফাাঁড়ির (গ্রিলের) প্রধান ফটক বন্ধ করে ভেতরে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।


সিলেটভিউ২৪ডটকম / ১৬ অক্টোবর, ২০২০ / শাহীন / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.