আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এসএমপির ৬৮ বিটে সমাবেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৭ ১৮:০৮:১৫

নিজস্ব প্রতিবেদক :: ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬ থানার আওতাভূক্ত ৬৮টি বিটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  

শনিবার এসব সমাবেশে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, দেশের জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করেছেন। সমাবেশে উপস্থিত সবাই ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  

এসব সমাবেশে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিট এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসার, এসএমপির উর্ধ্বতন অফিসার, উল্লেখযোগ্য সংখ্যক নারী,  স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটভিউ ২৪ ডটকম/ ১৭ অক্টোবর ২০২০/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন