আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জে চৌঘরী এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৭ ১৮:৫৮:১৩

সিলেট :: গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী এলাকাবাসীর উদ্যোগে ১১ জন বিশিষ্ট সমাজসেবী স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তারা হচ্ছেন- প্রয়াত সাবেক সচিব মরহুম মো. শফিকুর রহমান, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সাবেক প্রধান পেশ ইমাম মাওলানা আব্দুর রহিম, সমাজসেবী ডা. আলা উদ্দিন, টাম্পাকো ফয়েলস লিমিটেডের সাবেক ম্যানেজার মো.শফিকুর রহমান, সাবেক মেম্বার ফরাশ উদ্দিন, ব্যবসায়ী জালাল উদ্দিন, চৌমুহনী জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী আব্দুল ওদুদ, সাবেক ওয়ার্ড সদস্য ও লন্ডন প্রবাসী হেলাল উদ্দিন আহমদ, নূর ম্যানশনের স্বত্ত্বাধিকারী খন্দকার ফরিদ উদ্দিন, সমাজসেবী সোলেমান আহমদ, সমাজসেবী সৌদি প্রবাসী মাসুক আহমদ।

শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ২ নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ফারুক আহমদেও সভাপতিত্বে ও সুলতান মাহমুদের পরিচালনা  প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্টের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, এই ১১ জন মহান ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাদের জন্য তাদেও মহান আদর্শ রেখে গেছেন। তারা আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। সমাজসেবায় তাদের অবদান ছিলো অসামান্য। তাদের চলে যাওয়ার ক্ষতি সহজে পূরণ হবার নয়।

ফাহিম আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান ও আশফাক আহমেদ চৌধুরী, আয়োজন কমিটির আহবায়ক রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং কমিটির সদস্য সেলিম আহমেদ , গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আয়োজন কমিটির আহবায়ক ছালিক আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন- মাওলানা শিহাব উদ্দিন, এলাকার মুরব্বি জিয়া উদ্দিন, নজরুল ইসলাম আশুক, আইনুল ইসলাম রেকল, ফরিদ উদ্দিন তকি, আব্দুল মান্নান, চৌঘরী গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মুত্তাকিন, খন্দকার ফরিদ উদ্দিন একাডেমীর প্রধান শিক্ষক এসএম আলমগীর সরকারী নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াছত, সাংগঠনিক সম্পাদক দেলওয়ার মাহমুদ,আনোয়ার হুসেন ছাইফুল, সুমন আহমদ, জামাল উদ্দিন, মামুম আহমদ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাও. ওয়ারিছ উদ্দিন।


সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন