আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত স্থগিত, সিলেটে স্বস্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৭ ১৯:২৯:৪৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সারাদেশে বাসাবাড়ি, অফিস ও ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি এবং ক্যাবল টিভি বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যায়োসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এক জুম মিটিংয়ে এ ঘোষণা দেয়া হয়।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব ইমদাদুল হক এবং কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ এই ঘোষণা দেন।

এদিকে, এ খবরে সিলেটে জনমনে নেমে এসেছে স্বস্তি। এর আগে ৩ ঘণ্টা ইন্টারন্টে বন্ধের সিদ্ধান্তে সিলেটের সকল শ্রেণির মাঝে উদ্বেগ তৈরি হয়।

জানা গেছে, আগামীকাল রোববার আইএসপিএবি এবং কোয়াবের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আর এই বৈঠক থেকেই ঝুলন্ত তার অপসারণ বিষয়ে স্থায়ী সমাধান আসবে বলে আশা করছেন তারা।

এর আগে রাজধানীর ঝুলন্ত তার অপসারণের প্রতিবাদে রোববার থেকে সিলেটসহ সারা দেশে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রাখার কর্মসূচি ঘোষণা করেছিল আইএসপিএবি এবং কোয়াব।


সিলেটভিউ২৪ডটকম / ১৭ অক্টোবর, ২০২০ / ডেস্ক / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন