Sylhet View 24 PRINT

ওসমানীনগরের সাদিপুর ইউপি উপ-নির্বাচন: প্রশাসনের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৭ ২১:৩৫:১৩

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউপির উপ-নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন রির্টানিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

রির্টানিং কর্মমর্তা উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েছ মো. দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপ-নির্বাচনে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব আল মামুন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ, ধানের শীষের প্রধান এজেন্ট ইউপি সদস্য মানিক মিয়া, স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার প্রধান এজেন্ট সৈয়দ নজমুল হক প্রমূখ। তবে ওই উপ-নির্বাচনকে ঘিরে প্রশাসনের আহবানে মতবিনিময় সভায় চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন প্রার্থীকে অনুপস্থিত থাকতে দেখা গেছে।  
মতবিনিময় সভায় উপস্থিত তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন সুষ্ঠ ও কারচুপি রোধ নির্বাচনের দিন ২০ অক্টোবর ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য রির্টানিং কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের নিকট অনুরোধ জানান। উপ-নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ প্রার্থীদের সার্বিক সাহায্য সহযোগীতার আহবান জায়িছেন রির্টানিং কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল ও ওসি শ্যামল বনিক।   

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর/রনিক/জুনেদ  


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.