আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জামালগঞ্জ উপজেলা উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২০ ১২:১০:৩৫

সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ৪৬ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে  ভোটগ্রহণ শুরু করে চলবে বিকাল ৫ টা পর্যন্ত।

ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে বেলা ভাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 ১ লাখ ১৭ হাজার ৪০০ ভোটের বিপরীতে আওয়ামীলীগ বিএনপীর প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী।

আওয়ামী লীগের প্রার্থী ইকবাল আল আজাদ, বিএনপি মনোনীত নুরু হক আফেন্দী,  বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদ মাহমুদ তালুকদার, সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ফয়জুল ইসলাম মোহন।

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসূফ আল আজাদ  মৃত্যুবরণ করায় উপজেলা চেয়ারম্যান পদটি শূণ্য হয়।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ২০ অক্টোবর ২০২০/নূর/পিটি

শেয়ার করুন

আপনার মতামত দিন