আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দক্ষিণ সুরমা ও কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২২ ১০:৪৮:০২

সিলেট :: বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে কৃষক দলের তৃণমূলের নেতৃকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন কৃষক দল, গণমানুষের কাছে পরিচিত। কর্মী মূল্যায়নের মাধ্যমে কৃষক দলকে আরো শক্তিশালী করতে হবে। তিনি নৈতিক আন্দোলন সংগ্রামে বিএনপি’র সাথে তাল মিলয়ে কৃষক দলকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।

মেয়র আরিফ গত ২১ অক্টোবর বুধবার রাতে নগরীর কুমারপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা কৃষক দল আয়োজিত দক্ষিণ সুরমা ও কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়াম্যান এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী ভিপি, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরী, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও ওসমানীনগর উপজেলা কৃষকদলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী মনাফ মিয়া।

বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের প্রস্তাবিত আহবায়ক, সাবেক ছাত্রনেতা ফয়জুল ইসলাম পীর, সদস্য সচিব বখতয়ার আহমদ ইমরান, কোম্পানীগঞ্জের প্রস্তাবিত আহবায়ক মনির হোসেন, সদস্য সচিব ও জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য নুরুল আমিন নুরুল, কৃষকদল নেতা নুরুল আমিন দুলু, আব্দুল খালেক, জয়নল আবেদিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০২০/প্রেবি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন