আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনা : সিলেটে ২৪ ঘণ্টায় পজিটিভ ২৪, সুস্থ ৪১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২২ ১৭:০৪:২৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৪ জন। এর মধ্যে সিলেটে ১৪, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১জন। এছাড়াও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের আরও চারজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৩১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৩৬১, সুনামগঞ্জে ২৩৮৪, হবিগঞ্জে ১৭৯৮ ও মৌলভীবাজার জেলায় ১৭৬৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন। তারা সবাই সিলেট জেলার।  এই ৪১ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১৭৭২ জন। এর মধ্যে সিলেটে ৬৩১৩,  সুনামগঞ্জে ২৩০৪, হবিগঞ্জে ১৫০৯ ও মৌলভীবাজারে ১৬৪৬ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৯ জন। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৫ জন।

সিলেট বিভাগে করোনাভাইরাসে গতকালও মারা যাননি কেউ। তাই বিভাগে মোট মৃতের সংখ্যা আগের মতোই ২২৫। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।


সিলেটভিউ২৪ডটকম / ২২ অক্টোবর, ২০২০ / ডালিম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন