Sylhet View 24 PRINT

শিক্ষক দিবস স্মরণে প্রাথমিকের সহকারী শিক্ষক সমিতির ভার্চুয়াল সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২২ ২০:২০:৪২

ওসমানীনগর প্রতিনিধি :: ‘দেশের শিক্ষা ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতির স্মরণে শিক্ষক সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রূপদর্শী’ প্রতিপাদ্যকে সমনে নিয়ে আর্ন্তজাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে অনুষ্টিত হলো ভার্চুয়াল সভা।

গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাকৃন্দসহ সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয়,ে জলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

সমিতির সিলেট জেলা শাখার সভাপতি সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল দাসের সঞ্চালনায় সভায় শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষকদের নীতি ও আদর্শের গুরুত্বারোপ করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দরা। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সমিতির নীতি নির্ধারণী কমিটির কেন্দ্রীয় সভাপতি নাসরিন সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক এনামূল হক, সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অনন্ত কুমার তালুকদার, সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, ত্রিশাল উপজেলার শিক্ষা কর্মকর্তা নুর মো. খান, সমিতির কেন্দ্রীয় কমিটির সহ কাব ও স্কাউট সম্পাদক তাজুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন সমিতির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল তালুকদার, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এনামুল কবির, সাধারণ সম্পাদক রাজন চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক সাজাউর রহমান, সদস্য সচিব বেনু গোপাল মজুমদার, গণস্বাক্ষরতা অভিযানের কর্মকর্তা সামছুন নাহার কলি।

সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতি লাল দাস গুপ্ত। কোরআন তিলাওয়াত করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিক্ষক মামুনুর রশীদ, গীতা পাঠ করেন সমিতির বানিয়াচং উপজেলা শাখার অর্থ সম্পাদক প্রিয়তোষ সরকার।

সভায় অংশগ্রহণ করেন সমিতির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই, শিক্ষক নেতা, রহিমা বেগম, আদুরী রানী দাশ, এমরান আহমদ, উত্তম কুমার দাশ, মস্তফা আহমদ, সাভাষ ঠাকুর, স্বপ্না কামরুল, নুরুল হক, অমর চন্দ্র দাশ, জাহাঙ্গির হোসেন, মামনি পলি, পারবর্তী নন্দি, দিপক চন্দ্র কর, তাহির উদ্দিন, তপন কুমার বৈদ্য, শ্যামল দেব, আরিফ নিরধ, ময়নূলহক, আমিরুল ইসলাম, রিপন আহমদ,আজিজুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০২০/আরপি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.