আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রায়হান হত্যাকাণ্ড : আসছে নতুন কর্মসূচি

মদিনা মার্কেটে মানববন্ধন : হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যস্ত রাস্তা ছাড়বো না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৪ ১৯:১৫:১৩

নিজস্ব প্রতিবেদক :: পুলিশ ফাঁড়িতে নির্যাতনে সিলেট নগরীর আখালিয়ার রায়হান আহমদকে হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ঘোষিত ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর মদিনা মার্কেটের এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহজালালের পদধুলিধন্য পূণ্যভূমিকে রায়হান হত্যার মাধ্যমে রক্তে রঞ্চিত করা হয়েছে। সিলেটের সচেতন মানুষ বেঁচে থাকতে এ রক্ত বৃথা যেতে দেবে না। রায়হানকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে যারা ঠেলে দিয়েছেন তাদের রেহাই নেই। তাদের ফাঁসি না দেয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না।

বক্তারা বলেন, আমরা সহিংস আন্দোলনে বিশ্বাসী নই। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা রায়হান হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানাবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান, স্থানীয় মুরুব্বি শওকত আহমদ, রায়হানের সৎ বাবা হাবিবুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কয়েক শ মানুষের সমাগম ঘটে।

উল্লেখ্য, রায়হান আহমদের পরিবার ও এলাকাবাসীর ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিন ছিলো শনিবার। শানিবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সিলেটভিউ-কে জানিয়েছেন মখলিছুর রহমান কামরান।


সিলেটভিউ২৪ডটকম / ২৪ অক্টোবর, ২০২০ / এম.এইচ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন