আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

পুষ্পাঞ্জলি সংঘের সপ্তমী, অষ্টমী ও নবমীর অঞ্জলি কার্যক্রম সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৫ ১৮:১৮:৩৫

সিলেট :: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবছর শারদীয় দুর্গাপুজা উদযাপিত হচ্ছে যথেস্ট সীমিত পরিসরে। সার্বিক পরিস্থিতি মাথায় রেখে পুষ্পাঞ্জলি সংঘ তাদের অঞ্জলিসহ সকল প্রকার মাঙ্গলিক কার্যক্রমে যথেষ্ঠ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করেছে। এরই ধারবাহিকতায় মহাসপ্তমী, মহাঅষ্টমী এবং মহানবমী’র অঞ্জলি প্রদানে শারীরিক দুরত্ব এবং মাস্ক ব্যবহারে পুস্পাঞ্জলি সংঘ ভক্তবৃন্দকে উৎসাহী করেছে।

এই তিন দিনের অঞ্জলি প্রদানে পুষ্পাঞ্জলি সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুর্গাপুজা উদযাপন পরিষদ ২০২০-এর সভাপতি সমীরন কুমার নাথ (খোকন), সাধারন সম্পাদক রনি পাল, সাংগঠনিক সম্পাদক বাবুল দেব নাথ ও কোষাধ্যক্ষ উজ্জল দেব নাথ।

এসময় আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক কমিটির মনজিত রানা, জিডি রুমু, গৌরাঙ্গ দেব নাথ (বেলা), সুভাষ দেব নাথ সহ প্রদীপ কান্ত ধর রন্টু, উত্তম চন্দ্র নাথ, পিংকু দেব নাথ, নিতাই দেব নাথ (টুবুল), গৌতম চক্রবর্তী, সন্জিত দাস, অমিত দেব নাথ, সুজিত চন্দ্র নাথ, রুপক কুমার চন্দ, সজীব চন্দ, রনি দাস, অনুপ সরকার, শিতল দেব নাথ, প্রীতম দেব নাথ, নিবির উপল নাথ রাইন, অনিরুদ্ধ দাস অয়ন, শশাংক দেব নাথ ও সৈকত চন্দ প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম/ ২৫ অক্টোবর ২০২০/ প্রেবি/জুনেদ   



শেয়ার করুন

আপনার মতামত দিন