আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৫ ২২:০৫:৫৫

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং-চট্ট-১৯০৯ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। বৃহত্তর সিলেট‘র সবচেয়ে বড় এবং পুরাতন সংগঠন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নের অধিনে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বেলচা শ্রমিকদের নিয়ে গঠিত এই ইউনিয়ন।

২৪ অক্টোবর শনিবার জৈন্তাপুর উপজেলার নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচন সকাল ৮ঘটিকা হতে বিকাল ৪ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটারের চাপে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৩ হাজার ৫শত ভোটা‘র মধ্যে ভোট প্রয়োগ করে ২হাজার ৮শত ৪ জন। ভোট গণনা শেষে ভোর ৬টায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন‘র নেতৃত্বে ফলাফল ঘোষণা করেন অত্র ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

সভাপতি পদে মোঃ আব্দুর রহমান চেয়ার মার্কায় ১ হাজার ৬ শত ৬৯টি ভোট পেয়ে নির্বাহিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আলী আকবর ছাতা মার্কায় ৪৮৪ ভোট পায়। সহ-সভাপতি পদে মোঃ কামাল হোসেন মগ মার্কা নিয়ে ৯শত ৮৫টি ভোট, মোঃ জামাল উদ্দীন বালতি মার্কায় ৬শত ১৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তফা কামাল আনারস মার্কায় ৮শত ৭৩ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মামানুর রশিদ মোটার সাইকেল মার্কায় ৯শত ৬৮ ভোট ও মোঃ সিরাজ উদ্দীন উড়োজাহাজ মার্কায় ৬শত ৩৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লিয়াকত আলী টেবিল মার্কায় ১ হাজার ৪শত ৩০ ভোট, অর্থ সম্পাদক পদে মোঃ মস্তফা মিয়া হারিকেন মার্কায় ৯শত ৫৭ ভোট, প্রচার সম্পাদক পদে মোঃ সোহেল আহমদ মোমবাতি মার্কায় ৬শত ৯ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হেলাল মিয়া ফুটবল মার্কায় ৮শত ২৪ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে অধূদ মিয়া গাভী মার্কায় ৮শত ৯৮ ভোট, মোঃ নেকই মিয়া ঘোড়া মার্কায় ৫শত ৮৬ ভোট, মোঃ আব্দুল হান্নান বাঘ মার্কায় ৪শত ৮৬ এবং মোঃ ফরিদ মিয়া দোয়েল পাখি মার্কায় ৪শত ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।

বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, জৈন্তাপুর মডেল থানার এস.আই কাজী শাহেদ সহ সংশ্লিষ্টরা নির্বাচনী কাজে সহায়তা করেন।

অপর দিকে নির্বাচন পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফারুক আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী, অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক মোড়ল, জৈন্তাপুর উপজেলার ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম / ২৫ অক্টোবর, ২০২০ / হানিফ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন