Sylhet View 24 PRINT

রায়হান হত্যা : রিমান্ড শেষে পুলিশ কনস্টেবল টিটু আদালতে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৮ ১৩:৪৫:২০

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় গ্রেফতারকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক জিয়াদুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। এরআগে পিবিআই দুফায় ৩দিন ও ৫দিনের রিমান্ডে নিয়েছিল।

আদালত সূত্র জানায়, গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল টিটু প্রথম দফার  ৫দিনের রিমান্ডে থাকাকালিন সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এরপর তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে হাজির করা হলে সে জবানবন্দি দেয়নি। জবানবন্দি না দেয়ার কারণে মামলার তদন্ত কর্মকর্তা পূনরায় ৫দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) টিটু চন্দ্র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার কথা রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত টিটুকে দুদফায় ৮দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে কিনা এটা এখন বলা সম্ভব নয়।

গত রবিবার (২৫ অক্টোবর) দিত্বীয় দফায় সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক জিয়াদুর রহমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম টিটু চন্দ্রের ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  গত ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই। অন্যদিকে রায়হান হত্যা মামলায় গ্রেফতারকৃত কনস্টেবল হারুন রশিদকে শনিবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ২৮ অক্টোবর ২০২০/পিটি


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.