Sylhet View 24 PRINT

সিলেটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৮ ১৪:৫৭:৪০

নিজস্ব প্রতিবেদক : শাহপরাণ থানাধীন চক গ্রামে স্ত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার করার দায়ে নিহতের স্বামী আব্দুল আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মহিবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আব্দুল আজিজ জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। এসময় আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জোবায়ের বখত জুবের। তিনি বলেন,  ২০১৪ সালের ৩০ ডিসেম্বর স্ত্রীকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন নিহতের স্বামী আব্দুল আজিজ।

আদালতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করেন। জরিমানা অনাদায়ে আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সিলেট ভিউ ২৪ ডটকম/ ২৮ অক্টোবর ২০২০/পিটি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.