আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে হবে বিদেশগামীদের জন্য আলাদা করোনা পরীক্ষাগার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৮ ১৬:০৪:৪১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আলাদা আরেকটি কোভিড-১৯ ল্যাব স্থাপন করা হতে পারে। বিদেশগামী যাত্রীদের চাপ সামলাতে এমন চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

গতকাল মঙ্গলবার আটাব ও হাব নেতৃবৃন্দ তার সাথে দেখা করতে গেলে তাদের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস প্রদান করেন।

এ বিষয়ে এফবিসিসিআই’র পরিচালক ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ জানান, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ফ্লাইট বেড়ে যাওয়ায় প্রবাসী যাত্রীদের করোনা টেস্টের চাপ বাড়ছে। বর্তমানে কেবল সিভিল সার্জন অফিসের মাধ্যমে ওসমানী হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

এমন বাস্তবতায় মন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করা হলে তিনি ইতিবাচক সাড়া দেন বলে জানান খন্দকার সিপার আহমদ।


সিলেটভিউ২৪ডটকম / ২৮ অক্টোবর, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন