আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে ফের থাবা বসালো করোনা!

২৪ ঘণ্টায় তিনজনের প্রাণহানি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৯ ১৫:৪৫:৪২

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে একদিনে করোনাভাইরাসে প্রাণ হারালেন তিনজন। এ যেন সিলেটে আবারও ভয়ঙ্কর  থাবা বসিয়েছে প্রাণনাশী ভাইরাসটি।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত্যুবরণকারী তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৯। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।

এদিকে,  সিলেট বিভাগে গতকাল বুধবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সিলেটে ২৩, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৫ জন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৫৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৫৫৯, সুনামগঞ্জে ২৪০২, হবিগঞ্জে ১৮১৩ ও মৌলভীবাজার জেলায় ১৭৮১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৬ জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ৪৬ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২০৮৭ জন। এর মধ্যে সিলেটে ৬৫৭০,  সুনামগঞ্জে ২৩৪২, হবিগঞ্জে ১৫১৭ ও মৌলভীবাজারে ১৬৫৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৪ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন।


সিলেটভিউ২৪ডটকম / ২৯ অক্টোবর, ২০২০ /  ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন