আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের ‘নতুন পুলে’ পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৯ ২০:৪১:৫৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহজালাল ব্রিজের (নতুন পুল) ফুটপাতের উপরের বেশ কয়েকটি স্ল্যাব একেবারে ভেঙ্গে গেছে। এতে পথচারীদের চলাফেরার সময় পা ফসকে গিয়ে ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।  
 
সরেজমিন ঘুরে দেখা গেছে, সিলেট শহর থেকে শাহজালাল ব্রিজের উপর দিয়ে দক্ষিণ সুরমার দিকে অতিক্রম করার সময় হাতের বাম পাশের ব্রিজের ফুটপাতের প্রায় ২০টি স্ল্যাব ভেঙ্গে গেছে। ফুটপাতের স্ল্যাবগুলো ভেঙ্গেপড়ায় নিচের রড ও বড় বড় পাইপ একবারে বেরিয়ে পড়েছে। এতে করে পথচারীরা মারাত্মক ঝুঁকি নিয়ে চলাফেরা করেছেন ব্রিজের ফুটপাতের উপর দিয়ে।  

বৃহস্পতিবার রাস্তার উপর দিয়ে হেটে যাচ্ছিলেন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আয়নুল হক নামের এক ব্যক্তি। তিনি বলেন, ব্রিজটিতে সবসময় যানঝট লেগে থাকে। পথচারীরা ব্রিজের ফুটপাত ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন থেকে এই স্ল্যাবগুলো ভেঙ্গে পড়ায় ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়।   
 
এছাড়া ব্রিজের উপরের বৈদ্যুতিক ৫টি খুঁটি নেই। এগুলো ভেঙ্গে পড়েছে কিংবা কেউ কেটে নিয়ে গেছে। এতে রাতের বেলা ব্রিজটি অনেকাংশে আঁধারের মধ্যে থাকে।    

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতিশ  বড়ুয়া বলেন,  স্ল্যাবগুলো অতিদ্রুত মেরামত করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ২৯ অক্টোবর ২০২০/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন