Sylhet View 24 PRINT

আলোকজ্জ্বল শাহজালাল মাজার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৯ ২২:৫৬:৫৮

ইদ্রিছ আলী :: শুক্রবার ১২ রবিউল আউয়াল (৩০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)। মহানবি হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। পবিত্র এ দিবসটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হবে সিলেটসহ সারা দেশে।

এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আলোকসজ্জার ব্যবস্থা এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তোরণ নির্মাণ করেছে সিলেট সিটি কর্পোরেশন।

এছাড়াও সিলেটে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও নবি সা.-এর জীবনীর উপর আলোচনাসভার আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন।


সিলেটভিউ২৪ডটকম / ২৯ অক্টোবর, ২০২০ / ইদ্রিস / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.