আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেট রেলওয়ে থানায় হত্যা মামলা

মাদক ব্যবসা না করায় শিববাড়িতে কিশোর খুন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-৩০ ১২:৪১:৪৯

কিশোর জহিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় কিশোর জহিরুল ইসলাম (১৬) খুনের ঘটনায় সিলেট রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩/৪ জনের নামোল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে নিহতের পিতা সুনামগঞ্জের শাল্লা উপজেলার সিরাই গ্রামের বাসিন্দা বর্তমানে কদমতলী জেসমিন ভিলার ভাড়াটিয়া নজরুল মিয়া বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। জিআরপি থানার ওসি আব্দুস সাত্তার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জহিরুল ইসলামের লাশের ময়না তদন্ত শেষে লাশ তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। গত বুধবার ভোর ৫টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুলের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ী জৈনপুরে চিহ্নিত দুর্বৃত্তরা জহিরুল ইসলামের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে জহিরুলের পুরো শরীর রক্তাক্ত জখম করে। চোখ উপড়ে ফেলে গুরুতর আহত করলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিশোর জহিরুল। এসময় হামলাকারীরা তাকে মৃত ভেবে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, শিববাড়ি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, শিববাড়ি জৈনপুর এলাকা গত কিছুদিন ধরে মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোন ফল হচ্ছে না। তারা শিববাড়ি এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালুর দাবি জানিয়েছেন।



সিলেট ভিউ ২৪ ডটকম/ ৩০ অক্টোবর ২০২০/পিটি








শেয়ার করুন

আপনার মতামত দিন