Sylhet View 24 PRINT

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেদান আল মুসার মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-০১ ০০:১৮:২৪

সিলেট :: “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩১ অক্টোবর) সিলেটসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল ৩টায় নগরীর শাহজালাল উপশহর এলাকায় সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা নিজ উদ্যোগে মাস্ক বিতরণ করেছেন। এসময় তিনি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য জনসাধারণকে পরামর্শ দেন এবং প্রচারণা চালান।  

এ সময় তিনি রিকশা চালক, সিএনজি অটোরিকশা চালকসহ পথচারীদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহবান জানান।


সিলেটভিউ২৪ডটকম / ১ নভেম্বর, ২০২০ / প্রেবি / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.