Sylhet View 24 PRINT

দক্ষিণ সুরমায় বিদ্যালয়ের মাঠ রক্ষার্থে একালাবাসীর মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-০১ ০০:৪৪:১৩

সিলেট :: দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার্থে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে গোপশহর জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে গোপশহরসহ মোল্লারগাঁও ইউনিয়নের ছাত্রসমাজ, যুবসমাজ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সাবেক সহসভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে ও সাবেক ফুটবলার সাকের খানের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রচারে বিদ্যালয়ে ভবনের বিকল্প নেই। ঠিক তেমনি শিক্ষার্থীদের শরীরচর্চার জন্য মাঠের প্রয়োজন। মাঠ ধ্বংস করে ভবন নির্মাণের কোন যুক্তিকতা নেই। বিদ্যালয়ে নতুন একটি চারতলা ভবন নির্মাণ প্রক্রিয়া চলছে। কর্তৃপক্ষ মাঠের মধ্যে নতুন ভবন নির্মাণ করতে চাচ্ছেন। অথচ একটি পুরাতন ভবন রয়েছে। বক্তারা মাঠে ভবন নির্মাণ না করে পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আজির উদ্দিন আহমদ, রাজু আহমদ, আবদাল আহমদ, সুলতান খান, মুর্শেদ খান, শাহনেওয়াজ খান শাকিল, মুনহাজ খান, এ এইচ খান নাঈম, হাবিব আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১ নভেম্বর ২০২০/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.