Sylhet View 24 PRINT

সিলেটে হেফাজতের সমাবেশে ব্যাপক লোকসমাগম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২১ ১৬:৫৪:৫৭

ছবি: আনোয়ার হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ফ্রান্সে ‘রাষ্ট্রীয় মদদে’ ইসলাম ধর্মের শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে সিলেটে বিক্ষোভ সমাবেশে ব্যাপক লোকসমাগম হয়েছে। নগরীর রেজিস্ট্রারি মাঠে আজ শনিবার বিকাল ৩টা থেকে শুরু হয়েছে এ সমাবেশ।

তবে সমাবেশ শুরুর অনেক আগে থেকেই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। জোহরের নামাজের পর বাড়তে থাকে নেতাকর্মীদের ঢল।

সমাবেশ শুরুর আগেই ভরে যায় রেজিস্ট্রারি মাঠ। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রেজিস্ট্রারি মাঠের সামনের সড়কে অবস্থান নেন। তাদের অবস্থানের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে নগরীতে অন্য সড়কে চাপ বাড়ে, তৈরি হয় দীর্ঘ যানজট।

এদিকে, সমাবেশে যোগ দিতে দুপুরে সিলেটে আসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী ও মহাসচিব আল্লামা নুর হোসেন ক্বাসেমী। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নায়েবে আমির মাওলানা নরুল ইসলাম খান, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সিলেট মহানগর পুলিশ। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের বিপুল সংখ্য সদস্যও সমাবেশস্থল ও আশপাশে কাজ করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ নভেম্বর ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.