আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জ সেতুর সৌন্দর্যবর্ধনে অসুন্দর কাজ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২১ ১৯:৩৩:১৫

ফরিদ উদ্দীন, ফেঞ্চুগঞ্জ ::  সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী স্থানে ফেঞ্চুগঞ্জ সেতু। কুশিয়ারা নদীর উপর নির্মিত এই সেতুর সৌন্দর্যবর্ধনে চলছে অসুন্দর কাজ।              
 
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, নিরাপত্তা পিলারের শেওলা ও ময়লা না উঠিয়ে রং করার কাজ চলছে। নিম্নমানের কাজের ব্যাপারে কর্মরত শ্রমিকরা জানান, ঠিকাদার এভাবেই তাদের কাজ করতে বলেছেন। রংয়ের কাজ করা সুব্রত নামের শ্রমিক বলেন, এটা সরকারি কাজ এমনই!  তবে নাম প্রকাশ না করার শর্তে আরেক শ্রমিক বলেন, এটা ধুয়ে করার নিয়ম। কিন্তু আমরা শ্রমিক। ঠিকাদার এভাবেই কাজ করতে বলছেন। তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের  প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী নির্দেশে এ কাজ করাচ্ছেন মিঠু নামের একজন ঠিকাদার। ঠিকাদার মিঠুর সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন, আমি ঠিকাদার না। স্যার কাজ করাতে বলছেন।      
 
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঋতেষ বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ হচ্ছে জানি। কিন্তু এরকম কাজ হচ্ছে জানি না। তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

সিলেটভিউ২৪ডটকম/ ২১ নভেম্বর ২০২০/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন