Sylhet View 24 PRINT

বালুচরে এনজেডিসিএস’র কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২১ ১৯:৫০:১০

সিলেট :: বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহায়তায় নূতন জীবন লাইভলীহুড প্রজেক্ট (এনজেএলআইপি) এর উদ্যোগে শনিবার সিলেট শহরতলীর বালুচর শান্তিবাগে এনজেডিসিএস এর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।       

এসডিএফ সিলেট এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শরিফুল আজাদের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ড এর পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার। এছাড়া উপস্থিত ছিলেন, ও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্রাচার্য রাজন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর গ্রাম সমিতির সভাপতি হাসিনা বেগম।   
 
জেলা প্রশাসকের বক্তব্যে এম কাজী এমদাদুল ইসলাম বলেন- সফলতার সাথে এসডিএফ দিন দিন এগিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম অত্যান্ত প্রশংসনীয়। এসডিএফ সবসময় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। শুধু তাই নয়, দারিদ্র বিমোচনের সফলভাবে কাজ করে যাচ্ছে এসডিএফ। যার ফলশ্রুতিতে আজ গ্রামের অতিদরিদ্র ও দরিদ্র মানুষ তাদের জীবন মানের উন্নয়ন করতে অনেকটা এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন পর এসডিএফ নিজস্ব অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছে এটা খুবই আনন্দের বিষয়।  

সিলেটভিউ২৪ডটকম/ ২১ নভেম্বর ২০২০/প্রেবি/জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.