আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে বাড়লো আরও ১০ করোনা রোগী

দুই ল্যাবে নমুনা পরীক্ষা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২১ ২৩:০৯:২৬

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দুই পরীক্ষাগারে নমুনা টেস্টের পর এ অঞ্চলে বাড়লো আরও ১০ করোনা রোগী। শনিবার (২১ নভেম্বর) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১০জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

শনিবার (২১ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট জেলার ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় তথ্যটি নিশ্চিত করেছেন।

অপরদিকে, সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ৫টি নমুনা পজিটিভ এসেছে।

শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শনিবার (২১ নভেম্বর) ৯৭টি নমুনা পরীক্ষায় ৫টি নমুনার ফলাফল পজিটিভ আসে।  শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে হবিগঞ্জের ১ জন ও সুনামগঞ্জ জেলার ৪ জন রোগী রয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম/ ২১ নভেম্বর, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন