আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শাবি প্রেসক্লাবের সাথে অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৩ ১৫:৩৮:২৩

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স এসোসিয়েশন’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুর্শেদ আহমদ, সহ-সভাপতি প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, কার্যনির্বাহী সদস্য আহমদ মাহবুব ফেরদৌস এবং সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শাবি প্রেসক্লাব সহ-সভাপতি আরাফ আহমদ, কোষাধক্ষ্য মাসুদ আল রাজি, দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ, কার্যনির্বাহী সদস্য, নাজমুল হুদা এবং আবদুল্লা আল মাসুদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এ সময় মুর্শেদ আহমদ বলেন, সম্প্রতি শাবি অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তাদের বিরুদ্ধে 'সাংবাদিক নামধারী' এক শিক্ষার্থী বিভিন্ন 'ভুঁইফোড়' পত্রিকায় 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে' মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে নিউজ করছে। এছাড়া সাংবাদিক নামধারী এই শিক্ষার্থী বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয় দিয়ে কর্মকর্তাদের হয়রানি করেছে বলে অভিযোগ রয়েছে। 'ভূয়া' সাংবাদিক নামধারী এই শিক্ষার্থীর বিরুদ্ধে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় সে জন্য উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি সাংবাদিকতার মতো মহান পেশাকে যাতে এই শিক্ষার্থী কলুষিত করতে না পারে সে জন্য শাবি প্রেসক্লাবের সহায়তা কামনা করছি।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান বলেন, কারো বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সংবলিত নিউজ করা কোন ভাবেই কাম্য নয়। সাংবাদিকতার মতো মহান পেশাকে যাতে কেউ 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে' ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকবে শাবি প্রেসক্লাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/২৩ নভেম্বর ২০২০/এএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন