আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্টিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৩ ২২:১২:০৬

সিলেট :: বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি, কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হাওলাদার বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শুধু নন, সর্বকালের সর্বশেষ্ঠ জনপ্রতিনিধি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন- অবিলম্বে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি বাংলার মানুষের জন্য শাসনতন্ত্র দিতে চাই। জনগণের ক্ষমতা, জবাবদিহি শাসন ব্যবস্থা, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজের জীবন দিয়ে গেছেন। কিন্তু আজও সেই জবাবদিহি শাসন ব্যবস্থা, জনগণের ক্ষমতায়ন, জনপ্রতিনিধির মাধ্যমে মানুষের উন্নয়ন নিশ্চিত করণে এখনো সাংবিধানিক নির্দেশনা পূরণ হয়নি।

তিনি সোমবার সকালে সিলেট জেলা পরিষদ হলরুমে মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুর হোসেন, কেন্দ্রীয় কমিটির নারীনেত্রী ও গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এমদাদুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক আতাউল করিম রাসেল।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুল আলম আজাদ, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গবিন্দ দাস, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা।   

সম্মেলনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া। গীতা পাঠ করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী (বাবুল)। আলোচনা সভা ও বিভাগীয় সম্মেলনে সিলেট বিভাগের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

সম্মেলনে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি নির্বাচিত হন সিলেট সদর উপজেলা পরিষদের ৩য় বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ নভেম্বর ২০২০/প্রেবি/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন