আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেট জেলা কৃষক লীগের আনন্দ র‍্যালি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৪ ১৭:৩২:৪৫

সিলেট :: ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় কৃষকরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষকলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে নগরীর জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি সিলেটের জেলা প্রশাসন, কৃষি উপ-পরিচালক কার্যালয় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে সভায় মিলিত হয়।
 
সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তেরাব আলী, আব্দুল মালেক ও খলকু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, শাহ্ আহমদুর রব, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বিলু, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাইয়ূম বকত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাকুর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক শামীম কবির, কৃষি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুস সবুর সুজাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম, আঙ্গুর মিয়া, কছির আলী মেম্বার, হাজী ইসমাঈল আলী, লকুছ মিয়া, আবু সাঈদ, রফিকুল ইসলাম রফু, আফতাব আলী, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, ছোরাব আলী, মিন্টু দাশ, মোঃ জাহাঙ্গীর, আশফাক আহমদ প্রমুখ।

এর আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের কৃষক। কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্যে ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত করা হয়েছে। এটা কৃষকদের জন্য খুবই আনন্দের বিষয়। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কৃষকলীগের নেতাকর্মীদেরকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।  

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ নভেম্বর ২০২০/ প্রেবি/জুনেদ



শেয়ার করুন

আপনার মতামত দিন