আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৬ ২৩:৩৯:২৩

বালাগঞ্জ প্রতিনিধি :: বিশ্ব মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে ২হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা সদরে বালাগঞ্জ-তাজপুর সড়কে গণপরিবহনে এ অভিযান চালানো হয়েছে। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জন্য পৃথক ৮টি মামলায় ২হাজার ১শ টাকা জরিমান আদায় করা হয়। এ সময় গণপরিবহনের যাত্রী, পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিন এসব অভিযান অব্যাহত রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ২৬ নভেম্বর ২০২০ / জিলু / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন