আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‘আর্ত মানবতার কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্বব্যাপী সমাদৃত’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-৩০ ০০:৩১:১৬

সিলেট :: আইপিডিজি লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর বলেছেন, আর্ত মানবতার কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্বব্যাপী সমাদৃত। সৃষ্টির দিন থেকে মানবতার কাজ করছে রোটারী ক্লাব অব সিলেট হোয়াইট ষ্টোন। তিনি বলেন, সমাজের সকল সামর্থ্যবান মানুষকে এ থেকে প্রেরণা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে ও সচেতনতাবৃদ্ধিতে সুরক্ষা সামগ্রী বিতরণ সহ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। তিনি করোনা ভাইরাসের ২য় পর্যায়ে সংক্রমন এড়াতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

তিনি রবিবার রোটারী ক্লাব অব সিলেট হোয়াইট ষ্টোনের ক্লাব এ্যাসেম্বলী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

রোটারী ক্লাব অফ সিলেট হোয়াইট ষ্টোনের ট্রেইনার পিপি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আলাউদ্দীন শাব্বীর, চার্টার প্রেসিডেন্ট কাজী জয়নুল হক, পিপি তোফায়েল আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট জুনেদ আহমদ, ক্লাব সেক্রেটারী আব্দুল খালিক, রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরী বাবু, রোটারিয়ান আব্দুল অয়াদুদ তাপাদার, রোটারিয়ান এড. মোস্তাক আহমদ, এ এস এম আব্দুল্লাহ পাবলু, রোটারিয়ান আব্দুল বাছিত জুনেদ, রোটারিয়ান এহতেমাম উদ্দীন মো. মঞ্জুর মুন্না, রোটারিয়ান আব্দুস সামাদ তোহেল, রোটারিয়ান শহীদুল হক, রোটারিয়ান আশরাফ আমীন দিপু, রোটারিয়ান বেলাল আহমদ, রোটারিয়ান সানিয়াতুর রহমান চৌধুরী, শহীদুল হক সীহান, হাসান রহমান প্রমুখ।

এ্যাসেম্বলী শেষে ক্লাবের সদস্য প্রবাসী আব্দুল বাছিত জুনেদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে রাতে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৩০ নভেম্বর ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন