আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য, এবার অ্যাকশনে র‌্যাব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১২-০৩ ১৭:০৯:৪৬

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে করোনাকালীন স্বাস্থ্যবিধি বাস্তবায়নে এবার মাঠে নেমেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। মাস্ক না পরার দায়ে ১২ জনকে দেয়া হয়েছে অর্থদণ্ড। আজ বৃহস্পতিবার বিভাগের মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ও মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার দায়ে ১২ জনকে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইমরান মিয়া (২৭)-কে ৩শ,  শফিকুল ইসলাম (২৫)-কে ১শ, রনি আহমেদ (২২)-কে ১শ, মোহন দাস (৪৫)-কে ২শ, ছবুর আলী (৩৬)-কে ১শ, শহীদ আহমদ (৩১)-কে ২শ, তারেকুর রহমান (২২)-কে ২শ, তানভীর আলী (১৮)-কে ২শ, জিয়াউর রহমান (৩৭)-কে ২শ, জাহাঙ্গীর আলম (৩৪)-কে ২শ, রহুল মিয়া (২৫)-কে ৩শ এবং মাজিদুর রহমান (২৮)-কে ৩শ টাকা- এই ১২ জনকে মোট ২ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / ৩ ডিসেম্বর, ২০২০ / র‌্যাব-৯ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন