Sylhet View 24 PRINT

বিশ্বনাথে ইজারাদারের বিরুদ্ধে এলাকাবাসীর কাছ চাঁদা নেওয়ার অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১২-০৩ ১৯:৩৪:০৩

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ হাওর ‘চাউলধনী’র পানি শুকিয়ে আসন্ন বোরো ধান উৎপাদনে বাঁধা প্রদানের প্রতিবাদে হাওর পাড়ের ৬ গ্রামবাসীর যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাড়ূয়া গ্রামের প্রবাসী শফিকুর রহমানের বাড়ির উঠানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ইউনিয়নের দৌলতপুর, হাসনাজি, পাড়ূয়া, মৌলভীরগাঁও, মীরগাঁও ও কালিটেকা গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আগামী শনিবার হাওরের ৪ পাড়ের মানুষের যৌথ উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

চাউলধনী হাওরের ‘কৃষি ও কৃষকদেরকে’ বাঁচানোর লক্ষ্যে ওই যৌথসভা থেকে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন-সংগ্রামের কর্মসূচি গ্রহন করবেন বলে জানা গেছে। প্রভাবশালী ইজারাদাররা বিভিন্ন অজুহাতে এলাকার মানুষের কাছ থেকে প্রতিনিয়তই চাঁদা আদায় করে আসলেও কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাননি, তবে এবছর হাওরের পানি শুকিয়ে ফেলার কারণে চাউলধনী হাওরের ৪ পাড়ের মানুষ একত্রে ফুঁসে উঠেছেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চাউলধনীর হাওর কোন শর্তে বা কিভাবে ইজারা দেওয়া হয়, তা আমরা জানি না। আমরা হাওর পাড়ের মানুষদের পরিবারগুলো বোরো ধান উৎপাদনের উপর নির্ভরশীল। ইজারাদাররা তাদের অতিথের সকল অপকর্মের সীমানা ছাড়িয়ে এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইজারাদাররা মাছ শিকার করার জন্য হাওরের পানি শুকিয়ে ফেলেছে। ফলে এবছর হাওরে বোরো ধানের আবাদ করা যাবে না। এতে করে হাওর পাড়ের কয়েক হাজার কৃষক বিপাকে পড়েছেন। ইজারাদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তাছাড়া বর্ষার মৌসুমে ইজারাদাররা কৃষকের নিজস্ব জমিতেও মাছ ধরায় বাঁধা প্রদান করেছেন। এলাকাবাসীর ব্যক্তি মালিকানাধীন পুকুরে মাছ শিকার করতে হলে ইজারাদারকে দিতে হয় চাঁদা। এমনকি বাড়ির পাশের হাওরে এলাকাবাসীর হাঁস নামলেও ইজারাদাররা সেই তা ধরে নিয়ে যায়। এমনকি সেই হাঁসের মালিককে ধরে নিয়ে যাওয়া হাঁস দেখিয়ে দেখিয়ে উৎসাহ-উদ্দিপনার সাথে তা খাওয়া-ধাওয়া করে। সর্বপুরী হাওরের সামান্য অংশ ইজারা দেওয়ার কারণে বিশাল ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি ও আমিষ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন হাওর পাড়ের মানুষেরা।

পাড়ূয়া গ্রামের প্রবীণ মুরব্বি আশ্রব আলীর সভাপতিত্বে ও হাসনাজি গ্রামের জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মৌলভীরগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী মাওলানা ছমির উদ্দিন, পাড়ূয়া গ্রামের মাস্টার বাবুল মিয়া, প্রবাসী শফিকুর রহমান শফিক, দৌলতপুর গ্রামের রুহেল আহমদ কালু, তাহের মিয়া।

এসময় প্রতিবাদ সভায় মৌলভীরগাঁও গ্রামের মাহমদ আলী, আব্দুল মতিন, মাহফুজুর রহমান, হোসেন আহমদ, আব্দুস সোবহান, হাসনাজী গ্রামের আব্দুল মালিক, মাসুক আলী, পাড়ূয়া গ্রামের হিরণ মিয়া, ফারুক মিয়া, লুৎফুর রহমান, সাইফুল ইসলাম, শরিফ আলী, আব্দুর রাজ্জাক, দৌলতপুর গ্রামের রিপন মিয়া, আবু সালেহ, জামাল আহমদ, লিলু মিয়া, আজাম মিয়া, জুয়েল মিয়া, মীরগাঁও গ্রামের আব্দুল মুমিন, মুজিবুর রহমানসহ ৬ গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/০৩ ডিসেম্বর ২০২০/পিবিএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.