আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

শামসুদ্দিনে চিকিৎসাধীন পাঁচ করোনা রোগীর অবস্থা আশঙ্কাজনক

আবাড়ও বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১২-০৩ ১৯:৪৮:৩৮

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :: গত কয়েকদিন থেকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ)-এ আছেন কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও রয়েছে।

তথ্যগুলো সিলেটভিউ-কে জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, শামসুদ্দিন হাসপাতালে আবারও বাড়তে শুরু করেছে  করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। আজ (বৃহস্পতিবার- ৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন করোনা রোগী। এর মধ্যে ১৪জন আছেন আইসিইউ-তে। এদের মধ্যে আবার পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীরা সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছেন সুশান্ত কুমার মহাপাত্র।


সিলেটভিউ২৪ডটকম / ৩ ডিসেম্বর, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন