আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সিলেট বিএনপি রাস্তায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৩ ১৬:৫১:২৭

সিলেট :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালিতে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পংকী।

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ূন কবির শাহিন, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম।

মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী। মানববন্ধন কর্মসুচীতে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আজির উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ শিলু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল, আপ্যায়ন সম্পাদক আফজল উদ্দিন, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতুল, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল লতিফ খান, আজির উদ্দিন, বদরুল ইসলাম, মহানগর বিএনপির উপ কোষাধ্যক্ষ শেখ মো. ইলিয়াস, সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ পরিবেশ সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, সহ সম্পাদক নজির হোসেন, কয়েছ আহমদ সাগর, মফিজুল ইসলাম জুবেদ, উজ্জল রঞ্জন চন্দ্র, সদস্য জিয়াউল ইসলাম দিপন, সাব্বির আহমদ, নুরুল ইসলাম লিমন, দেলোয়ার হোসেন রানা, রফিকুল ইসলাম, আবু সাঈদ মো. তারেক, কার্ডিফ বিএনপির সেক্রেটারী রফিকুল ইসলাম, জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে সাহিবুর রহমান সুজান, সুহেল মাহমুদ, লুৎফুর রহমান, এটিএম বেলায়েত হোসেন মোহন, আব্দুল্লাহ শাফি শাহেদ, কয়েছ আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মাহফুজ চৌধুরী, মির্জা সম্রাট হোসেন, মতিউর রহমান আফজল, ইসহাক আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, মুমিনুর রহমান তানিম, মালেক আহমদ, জুয়েল আহমদ জুবেদ, রুবেল বক্স, মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, নুরুল ইসলাম রুহুল, মহিলা দলের নেত্রী মিনারা হোসেন, ফাতেমা জামান রুজি, তানিয়া রহমান, হাফসা খানম, জাসাসের সহ সভাপতি রফিকুল বারী রুমান, ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, সহ সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং দেশ, জাতি ও দলকে নেতৃত্ব দিবেন।

বক্তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার জন্য সবার প্রতি আহ্বান জানান।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / ডালিম-৭

শেয়ার করুন

আপনার মতামত দিন