আজ বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ইং
সিলেট :: রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের কামালবাজারস্থ রাগীবনগরে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর বারটায় প্রতিবছরের ন্যায় ধারাবাহিকভাবে এ বছর রাগীবনগর, নভাগ, নালটেক, পূরানগাঁও, কুড়ির গ্রাম, ছোট দিঘলী, মীরগাঁও, রাওতরগাঁও সহ বিভিন্ন গ্রামের দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ৫০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম পিএসসি, ইনচার্জ অর্থ ও হিসাব রজত কান্তি চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার মো. লুৎফুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন, বোর্ড অব ট্রাস্টিজের গবেষণা সহকারী জসীম আল ফাহিম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / ডালিম-১০